Skip to content

অবসরে

রাত গভীরে বাড়ি ফিরছি সুমন্দ্রনা।
আজ বড্ড রাত হয়ে গেল ফিরতে।
নিজেকে কর্মঠ প্রমান করতে রাত্রী দিন
অসহ্য অমানুষিক পরিশ্রম করছি ইদানিং। এতটাই ব্যস্ত,
তোমাকে মনে পড়েই না প্রায়।
দিনে দিনে বেশ কাজের মানুষ হয়ে উঠছি। নারীর পরম আকাঙ্খীত পুরুষ।
একটু একটু করে প্রতিদিন, একজন সত্যিকারের বলবান পুরুষ।
কিন্তু এই অমানুষিক ব্যস্ততার ভীড়ে
আমি আমাকে প্রায় হারিয়ে ফেলেছি। নিজের কাছ থেকে।
আজকাল নিজেকে একদম চিনতে পারি না।
অচেনা লাগে সকালে রাতে আয়নায় দু’বার নিজেকে দেখে।
একজন ‍পুরুষকে দেখি, বলবান পুরুষ সে।
অথচ সেখানে , তার মধ্যে আমি নেই।
অচেনা আমার মতোই, অচেনা লাগে
আমার চেনা শহরকেও।
ব্যস্ততায় তোমাকে ফোন করা হয় না।
দেখা হয় না রাস্তার দুপাশের আধা গ্রাম, শহর।
রাতের গভীরে আঁধারের মাঝে ফিরতে ফিরতে আধোঘুমে মগ্ন
শহরকে তাই প্রাণপনে দেখে নেই লুকিয়ে।
তোমাকেও পাঠালাম সামান্য একটু, সময়ের ফ্রেমে ধরে।
দেখে নিও সময় করে। অন্য কারো হয়ে ওঠার অবসরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *