Skip to content

এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল

মানুষ আমরা।

আমাদেরকে মাটির মাধ্যমে রক্ত, মাংস, স্নায়ু দিয়ে পয়দা করা হয়েছে। পৃথিবী নামক গ্রহে আমাদের মানব সভ্যতার যাত্রার শুরুই হয়েছে দু’জন মানব ও মানবীর ভুল করার ভেতর দিয়ে।

আমরা তাই ভুল করা জাতি। একজন মানুষ হিসেবে আমিও ভুল করব-সেটি স্বাভাবিক।

ছবির আমি আজ হতে ১২ বছর আগে জাতীয় স্মৃতিসৌধের পেছনে বাসা নেবার সুবাদে বৈকালিক ভ্রমনে বা সাপ্তাহিক ছুটিতে স্মৃতিসৌধ এলাকাতেই সময় কাটানোর উপলক্ষ্য পেয়েছি অনেকগুলো-পরিবারসহ।

১২ বছর আগের আমি, অথবা, ২০১২-১৩’র দিকে ফেসবুকে এ্যাকটিভ হওয়া আমি নেহাতই অর্বাচীন তরুণ। মাত্রই সিরিয়াস জীবন শুরু করা সদ্য বালকোত্তীর্ণ পুরুষ । সেই সময়ে স্মৃতিসৌধের মতো একটি পবিত্র ও ভাবগম্ভীর স্থানে গিয়ে এরকম নায়কোচিত (এখন মনে হয় অপদার্থচিত) পোজ দিয়ে ছবি তুলেছিলাম। আজ অনুভব করি, উপলব্ধি করি, অত্যন্ত দৃষ্টিকটূ ও অপ্রত্যাশিত কাজ করেছিলাম। তবে এই উপলব্ধি আসতে কিন্তু সময় লেগেছে। অনেক অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহের ভিতর দিয়ে যেতে হয়েছে।

কিংবা ধরুন তারও অনেকটা আগে হতেই-নানা সময়ে পদস্খলন যে হয়নি তাতো নয়।

আমরা প্রত্যেকে মানুষ হিসেবে ভুল করি। জীবনে কখনো না কখনো আমাদের পা পিছলাতেই পারে। জীবনে কখনো পদস্খলন হয়নি-এমন মানব তো নেই। ভুল করেও ভুল হতে পারে। ভুল চিন্তা করেও ভুল করে থাকতে পারি। আমি জানি, অতীতের আমার দিকে তাকালে আজ আমার অনেক ভুলই গোনা যাবে। আমি নিজেই ভাবতে পারব-”ঠিক করি নাই।”

জীবনের অর্বাচীন বয়সের বা ভাবনার জন্য করা ভুলের জন্য আজ আমি নিঃসঙ্কোচে অনুতপ্ত বোধ করি। ভুল স্বীকার করি। জানা বা অজানা, বোঝা বা না বোঝা-সব। যেটা নিজে আবিষ্কার করি, সেটার জন্য মনে মনে লজ্জাবোধ করি।

যদি অন্য কেউ সেটা আবিষ্কার করে দেয়, তাহলে ততোধিক লজ্জা পাই আবার আনন্দও পাই-ভুল সংশোধনের সুযোগ পাওয়ায়। আপনি যদি ধরিয়ে দিতে পারেন, খুশিই হব। তবে, “ওই মিয়া, এত বড় বড় কতা কন, এই যে দ্যাহেন, আমনে নিজেই তো একদিন এরাম আকাম করতেন”-এমন মহান আবিষ্কারি ধাক্কা না হয়ে সেটি গঠনমূলক হলে দুই পক্ষে থাকা মানব সন্তানদের জন্য সহনীয় হয়। আফটার অল-আমরা মানুষই তো। ফেরেশতা নই। আবদ্ধ কিংবা উন্মুক্ত-যে কোনো মাধ্যমে প্রকাশিত এরকম অপরিপক্ক কাজের জন্য আজ ও আগামী-যেকোনো সময়ই শরমিন্দা রইব। আর এমন আবিষ্কারের চিন্তা মাথায় থাকাতেই সবসময়ই মনে রাখব-আমরা কেউ ভুলের উর্দ্ধে নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *