আপনার যদি সুক্ষ্ণতাবোধ বিষয়টাতে বিশ্বাস না থাকে, তাহলে এই লেখা পড়ে মজা পাবেন না। বাদ দিন।
যেমন ধরুন, একটা তথ্য দিই। আমি আমার চার দশকের জীবনে কখনো প্লেনে চড়িনি। এখন এই তথ্যটি অত্যন্ত অপ্রয়োজনীয় তথ্য। এবং কখনো প্লেনে চড়া হয়নি-সেটি অত্যন্ত তুচ্ছ একটি তথ্য। প্লেনে চড়া জিনিসটা চিন্তা করার মতো কোনো দ্রস্টব্য টপিকই না।
ঢাকার মিরপুর হতে কেউ যদি আমার মফস্বল বাড়ি বাগেরহাটে প্লেনে যেতে চান, তাহলে তাকে মিরপুর হতে ন্যুনতম সিএনজি করে এয়ারপোর্ট যেতে হবে। ভাড়া ৩০০ টাকা। এয়ারপোর্ট হতে বিমানে যশোর। ভাড়া আনুমানিক ৪০০০ টাকা। যশোর হতে ওনাদের বাসে খুলনা। মাগনা। খুলনা হতে বাগেরহাট ক্যাব ভাড়া ৫০০-১০০০। ক্যাব বলছি এজন্য, যে, ৩০ মিনিটের ঢাকা টু যশোর জার্নি করতে যদি আপনি ৪০০০ টাকা ভাড়া দেবার মানুষই হন, তাহলে আপনি খুলনা টু বাগেরহাট বাসে করে মুড়ি হয়ে ৬০ টাকা ভাড়ায় যাবেন না। সব মিলিয়ে প্লেনে ঢাকা টু বাগেরহাট লাগবে হাজার পাঁচেক টাকা। (ন্যুনতম ও আনুমানিক)।
আপনি যদি ঢাকা হতে বাসে বাগেরহাট যান, তাহলে ভাড়া পড়বে ন্যুনতম ৫০০। এক বাসে বাগেরহাট। নো লাউঞ্জ অর চেকইন। কিন্তু, সেই ৫০০ টাকার জার্নি বাই বাসের বদলে আমরা চেকিন করি। কারন, নগদ টাকার ছড়াছড়ি।
এবার আসি আসল কথায়। বিগত ৫ বছরে ফেসবুকের কল্যানে আর দেশের উন্নত দেশের পানে অব্যাহত (কৃত্রিম) যাত্রার প্রভাবে সমাজে টাকার সুপ্রচুর সরবরাহে আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের সংসারেও কৃত্রিম স্বচ্ছলতা, এমনকি প্রাচুর্য বয়ে যেতে দেখা গেছে।
তারই প্রভাবে দেশে প্লেন যাত্রার রমরমা সীমা ছাড়িয়ে যায়। প্রচুর প্রচুর জুনিয়র, নবীন, সদ্য চাকরিতে ঢোকা মানুষও (বিশেষত ঈদের সময়) হরহামেশাই প্লেনে বাড়ি কিংবা কক্সবাজার চেকইন দিতেন। [না, আমি জাজমেন্টাল নই। কোনো নির্দিষ্ট ক্লাসের প্লেনে চড়া নিয়ে আমি প্রিজুডিসড নই।] আরেকটু হ্যাডোমওলারা আরেকটু এ্যাডভান্সড হয়ে দুয়েকটা বালি, পাতায়া, কলকাত্তা ট্যুর।
এমনি করেই, বিশ্ব, দেশীয় সরকার, দেশীয় মাড়োয়ারী, মিডিয়া, সামাজিক নামের অসামাজিক মিডিয়া-সবার মিলিত কারসাজিতে উদ্বেলিত হয়ে এদেশের নিম্নবিত্ত শ্রেণী (যারা নিজেদের মধ্যবিত্ত বলে পরিচয় দেন), হরি হরি করে শো অফ ও এনজয়মেন্টের এক মহা চোরাবালিতে নেমে পড়ি।
আজকে কয়েক শতাব্দীর ভিতরে আমরা আমাদের জীবন প্রথমবারের মতো একটি সত্যিকারের ভীতি জাগানিয়া পরিস্থিতির মুখে পড়ে নিজেদের জীবন, জীবিকা, দর্শন, বিশ্বাস, বাস্তবতা, করণীয়, সত্য, ন্যায়, ভুল, সঠিক-অনেক কিছুই সামনে চলে আসছে। নতুন নতুন প্রশ্ন নিয়ে। এই প্রশ্নের অন্যতম হল, আজ যদি আমরা হঠাৎ করে প্রচন্ড আর্থিক দুরবস্থায় পড়েই থাকি, তার কিছুটা হলেও দায় কি ওই প্রচুর চেকইনের কয়েকটার ওপরে পড়বে না?