মানুষ অনুকরণ প্রিয়, বাঁদরদের মতো। মনে পড়ে, সেই যে, বাঁদরদের টুপি চুরি ও ফেরতের গল্প?
’পশ্চিমা’ নামে একটি শব্দ এই দেশে প্রচলিত আছে। এ দেশের যা কিছু খারাপ, অসঙ্গত, অন্যায্য ও আপাতঃ অগ্রহনযোগ্য-তার সবকিছুরই জন্ম ও আগমন ’পশ্চিম’ নামের কোনো এক ইউটোপিয়ান গ্রহ হতে।
তো সেই পশ্চিম হতে আমরা কালচার, ফ্যাশন, লাইফস্টাইল, এডুকেশন, এপ্রোচ অব লাইফ ধার করি। পশ্চিমারা যা করে, আমরাও চোখ বুজে সেটাই করি। ওরা পপ গান শোনে, আমরা আমাদের জারি, সারিকে রাতারাতি ’ক্ষ্যাত’ আখ্যা দিয়ে পপে মাতি। ওরা জিন্স পরে, আমরা লুঙ্গিকে বিদায় জানাই। ওরা ফেসবুক বানিয়ে দিল, আমরা তাতে তুমুলভাবে মেতে উঠি। পশ্চিমারা অবাধে প্রেম করে, আমরাও সেটাকে মডেল ধরে নিয়ে রমনার ঝোঁপে প্রেম নামের প্রণয়ে লিপ্ত হই।
পশ্চিমে লোকে বিয়ে করে না-বাচ্চার জন্ম দেয়, ব্যাস, আমরাও বয়স, সমাজ বাস্তবতা, পরিণতি-কিছুই না ভেবে ঝাঁপাই। তার পরিণতিতে স্কুল আওয়ারে রমনা পার্ক, কাঁশবন, বেঁড়িবাঁধ, সুপার মল কিংবা ফুড কোর্টে ক্লাস ৫/৬ এর বাচ্চারা স্কুল ফাঁকি দিয়ে বা কোচিংয়ের নামে প্রেম বা এফেয়ার নামের লিলায় মত্ত হয়।
দুর্মুখেরা বলে, ১ লাখ টাকায় আইফোন কিনলে তার প্যাকেটটাও ওই দামেই কিনতে হয়। কলা কিনলে তার খোসাও কিনতে আপনি বাধ্য। Engendered consequence
তুমি যদি ৫০ হাজার টাকা দিয়ে একটি সনি টিভি কেনো, তাহলে তুমি ৫০ টাকা দামের কার্টনটাও ওই ৫০ হাজার টাকায় নিতে বাধ্য। তুমি যদি কলা কেনো, তাহলে তোমাকে খোসাও কিনতে হবে। তুমি যদি ধোঁয়া দেখো, তুমি ধরে নেবে, সেখানে আগুনও আছে। তুমি যদি ধনী বিধবাকে সম্পত্তির জন্য বিয়ে করো, তোমাকে তার ১৩ বছর বয়সী রেডি বাচ্চার বাপগিরিও মেনে নিতে হবে। তুমি যদি কান টানো, তাহলে মাথাও আসবে। তুমি যদি ইটটি মারো, তাহলে পাটকেলটিও খেতে হবে। তুমি যদি কেয়ারিং হাসবেন্ড চাও, তাহলে পোজেসিভ হাসবেন্ডও মেনে নিতে হবে।
যদি তুমি পশ্চিমাদের মতো, ১৮ বছর হলেই সন্তানকে বাসা বের করে একা করে দেয়া বা ১৮ হলেই বের হয়ে যাওয়ার সংস্কৃতি ভাল মনে করো, তাহলে তোমাকে ৮০ বছর বয়সে একা একা ধরের মধ্যে পড়ে থাকাকেও মানতে হবে। যদি তুমি পশ্চিমাদের মতো ১৩ বছর বয়সেই ফ্রি সেক্সকে যথাযথ মনে করো, তাহলে তোমাকে বিনা কমিটমেন্টে যে কোনো সময় প্রেগনেন্ট তোমাকে ছেড়ে চলে যাবে আর তখন তোমাকে “বিয়ের প্রলোভনে সেক্স’ এই অভিযোগ করা চলবে না।
তাদের মতো বিয়ে, সেক্স ও অতঃপর বিচ্ছেদকে সহজভাবে তাদের মতো মেনে নিতে হবে। প্রেমিকের বাড়ির সামনে গিয়ে অনশন করা চলবে না। একটি সংস্কৃতির ভাল বা সুবিধাটা নেবে, আর অসুবিধা নেবে না-তা কি হয়? অনেক সময় বাজারে দেখবেন, একটি কিনলে একটি ফ্রি। সেখানে কোনো চয়েজ থাকে না। যেটা ফ্রি, সেটাই নিতে হবে। জীবন ও সমাজব্যবস্থাও তেমনি। এখানেও জোড়া সিস্টেম। যেমন লাইফস্টাইল ও ফিলোসফি বেছে নেবেন, তার ভালটা যেমন ঘটবে, খারাপটাও ঘটবে। নিরেট আশির্বাদ বলে কিছু নেই।
পশ্চিম হতে ধার করেই হোক আর নিজেদের আবহমান কালের ক্ষয়িত সংস্কৃতি হতে অর্জন করেই হোক, যেই কালচার ও সোশ্যাল এপ্রোচ আজকে নিজের জন্য বেঁছে নেবেন, কাল বা পরশু তার পজিটিভ ও নেগেটিভ-উভয় ফলই মেনে নিতে হবে। তার জন্যও প্রস্তুত থাকুন। ইতিহাস বলে, বাঙালীরা অন্যের জিনিস অন্ধের মতো কপি করতে যতটা ওস্তাদ। অন্যের থেকে ভাল ও মন্দ ছেঁকে নিয়ে শুধু ভালটা আত্মস্থ করতে ততটাই অপারগ। তবু ভাল থাকুক বাংলাদেশ।
#westernization #Replicating #blindfollowing #titfortat #tradeoff #byproduct #return #engenderedconsequence