Skip to content

শুন্যতায় ডুবে যাও

  • by

নিঃসীম শূন্যতায় ডুবেছ কখনো? গহন কালো আঁধারে?

হয়তো। হয়তো নয়।

এ এক অব্যখ্যাত সময়। যার আদি নেই, অন্ত্য নেই, নেই কোনো ভবিষ্যত।

এ এক অদৃষ্ট বাস্তবতার অভিঘাত।

কখনো কখনো জীবনে আসতে পারে সেই শূন্যতা।

এ এমন এক অভিজ্ঞতা,

যার ওপরে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। কোনো কিছু করার নেই।

শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া, নিরবে তড়পানো ছাড়া।

তুমি চাইলে তাকে আপন করতে পারবে না।

না পারবে তাকে করতে ঘৃনা।

অথবা, তাকে ফাঁকি দিয়ে একা একা কোথাও দু’দন্ড বসে

নিরবে সবটা গভীরভাবে অনুধাবন করতেও পারবে না তুমি।

সমাজ নামের এক অদৃশ্য সুহৃদ তোমার একা থাকার অধিকারকে হরণ করেছে সেই কবে।

এ ধরায় নিরবতা ও নিরাল খুব বিরল আজকাল।

কোথাও তোমার জন্য এতটুকু নির্জনতা বাকি নেই।

চারিদিকে বিশ্রী কোলাহল।

ভালোবাসা, স্নেহ, সামাজিকতার হলাহল।

তার মাঝে তোমার, খানিকক্ষণ একা বসে নিজেকে বুঝে নেবার সুযোগ নেই।

খোলা আছে কেবল শূন্যতায় ডুবে যাবার পথ।

শূন্যতার অনন্ত নরকে লীন হবার পথ।

হয়তো সেই নরকেই চলেছি শেষ পর্যন্ত। অনাকাঙ্খিত, কিন্তু অনিবার্য শূন্যতার ‘নন্দিত নরকে’।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *