অতঃপর সবগুলো পথের হল নতুন নামকরন।
পুরোনো অবয়ব, নতুন খোলসে,
আত্মপ্রকাশ ঘটে চিরচেনা পথের।
যদিও পথ চাওয়ার হয়না অবসান।
পিছু ফেরার ব্যগ্র উল্লাসে
নিজেকে নিজেরই কাছে অচেনা লাগে।
জীবনের একেকটি রুদ্ধ কপাট, অবদমিত ক্র্রোধের মতো
আপন ভাবনাতে আপনি জাগে।
যে পথে দীর্ঘ স্মৃতি বয়ে বেড়াই আজও
তাকেও অকারনে, দূরের কোনো তারার মতো
অনাত্মীয় দুঃস্বপ্নের রাত মনে হয়।
ভোর বিহানে হঠাৎ ঘুম ভেঙে গেলে
অনভ্যস্ততায় বুদ হয়ে রই খানিকক্ষণ। আজও অসময়।
সুতীব্র নিঃসঙ্গতা সাক্ষী হয় একাকি ভোরের,
বালিশের অড়ে নির্ঘুম রাতের সিক্ত গন্ধ,
গুমোট বাতাসে গুমড়ে মরে ফিসফিস দুঃস্বপ্ন।
অসময়ে শুরু হওয়া দিন, অধীর নিরানন্দ।
জীবন তবু মানে খোঁজে, নির্লিপ্ত উদাসীনতায়,
মৃত্যুর ডানায় তবু মেলে প্রচ্ছন্ন প্রশ্রয়।
অসহ্য ঘুমহীন রাতের শেষে, নিস্তব্ধ ছন্নছাড়া,
জীবন জীবনের পথে অবিরাম ছুটে যায়,
সময়ের পথ পরিক্রমায়।
পড়ে থাকে ভাললাগা,
আর কিছুটা অচেনা সময়।