Skip to content

বিস্মৃত

  • by

[তুই তুকারির কাব্য ২_আলোকায়ন_তুই তুকারির কাব্য গ্রুপ_বইমেলা ২০১৯]

আমায় খুঁজো না বৃথাই,
যখন আমি আর নেই প্রগাঢ় অস্তিত্বরেখায়।
ধরে নাও, লুকিয়েছি, অদেখা কোনো প্রহেলিকায়,
অস্পৃশ্য মায়ায়।
হয়তো হারিয়ে গিয়েছি, নিজেই নিজের গোলক ধাঁধায়।
আমি লীন হয়েছি এক অচেনা গহীনে,
আঁধার অথচ দৃশ্যমান আলেয়ায়, বুনোতার উদোম জমিনে।
নিমীলিত আঁখির পরিপূর্ন বিষন্নতায়,
পিছু ফেলে সব প্রিয় অপ্রিয় বিস্মৃত সময়,
আমি একাই নেমেছি যখন পথের কাদায়,
তুমি সিক্ত করো না আমার পথ, নিষ্ফল রোদনে।
বেঁধো না অবাক মায়ায় অথবা অকাল বোধনে।
সযত্ন অবহেলায়, তুমিই ভুলেছ যারে।
করো না করাঘাত, প্রণয়ের মিছে আবদারে।।
আমায় ডেকো না অযথাই,
যখন আমি আর নেই
দৃষ্টি পেতে তোমার বিদায়ের পথে,
চিরচেনা সংসারে,
অথবা দ্বারের আড়ালে তোমার পদধ্বনি,
সাগ্রহে শুনতে,
নতুন করে চেয়ো না, অলিক স্বপ্ন বুনতে।
দুর্জ্ঞেয় কোনো অবহেলায় আর বিদ্ধ করো না আমায়,
তোমার দেয়া দুঃখও হয়তো সইবে,
কিন্তু প্রেমের অবহেলা বিঁধবে দুঃসহ বেদনায়।
আমি নিজেকে নিজেই বেঁধেছি অনাগ্রহের জালে,
হয়তো আমি আছি, কিংবা নেই
চেনা অচেনা সময়ে, অস্তিত্বের আবডালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *