কবিতা শূন্য এক ঊষর পৃথিবীতে,
যদি ঘুম ভাঙে কোনো এক দুর্বহ ভোরে,
ভোরের শিশিরে থাকবে না সামান্যটুকু শীতলতার ছোঁয়া।
সেই কবিতাহীন ধরণীতে, ছন্দহীন এক নিরেট কল্পনার,
শূন্য মাথায় বসে থাকব রোদহীন বারান্দায়।
রাজপথে হকারের হাঁক,
ওপারের পাকুড় গাছটায় শালিকের ডাক,
শূন্যতার অশনি সংকেতে সব রবে চুপ।
নিঃস্তব্ধতার অন্তহীন বোবা জগতে দেব ডুব।
বোধহীন নৈশব্দের এক চোরাবালি গ্রাস করবে,
গিলে খাবে এক একটি পান্ডূলিপি,
সেদিনও হয়তো ব্যর্থ প্রয়াসে এ কবি,
খুঁজে বেড়াবে জীবনের সত্যি প্রতিচ্ছবি।