Skip to content

আহবান

  • by

আমি, তুমি, তুই
সরল গরল জীবনপানে
রাত জাগা বিভূঁই।।

আমি, আমরা, মুই
ত্রিংশ বছর অচল মানব
কোথায় তারে থুই।।

আপনি, ওরা, তুমি,
দৃষ্টিপটে ভীষন ভালো
মুদলে অকাল ভ্রমি।।

আমি, তুমি, সে,
সবাই মিলে আজব প্রাণের
সুখের হররা নে।

আমরা, তোমরা, তারা,
নগরজীবন, নিরব মরণ
অচল জীবনধারা।।

তিনি, আমি, তুমি
কপোট জীবন আপন করি
বিষ মরালি চুমি।।

তোমরা, ওরা, তারা,
ভুলে গেছিস কোন আকাশে
জাগবি বাঁধনহারা।।

আমি যবে আমরা হব
তোমরা হবে তুমি,
কাঁটবে আঁধার। বাঁধার পাহাড়
যাবে অস্তগামী।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *