আমি বহুকাল এমন একটি অলস দুপুরের পথ চেয়ে বসে আছি,
যেদিন মিলবে কিঞ্চিৎ অবসর। থাকবে না কোনো পিছুটান।
আমি বহুকাল একটি স্বপ্ন দেখার অপেক্ষায় আছি,
যেই স্বপ্নে ডানা মেলে কবিতারা। পাড়ি দেয় মরুদ্যান।।
আমি এক মহাকালের অপেক্ষায় আছি,
আদি অন্তহীন সময়ের সন্ধানে, যেথা মিলবে সুখের অপার সন্ধিক্ষণ।
ব্যস্ততা দেয় নি অবসর, বৃথাই ক্ষণগননা তার তরে।
তবু হাজারো কাজের মাঝে চকিত চাউনি, তারে খুঁজে ফেরে,
যদি মেলে আয়াসে, চেতনার ওই পাড়ে।
প্রিয়াকে নিয়ে লেখা কবিতার সমাপ্তি টানার তরে,
কিছু চমৎকার পংক্তির অপেক্ষায় আছি,
এমন কিছু স্তূতি যা কখনো রচীত হয়নি আগে।
কবিতার প্রতিটি ভাঁজে রবে এক অব্যক্ত প্রেম,
যেই প্রেমে পৃথিবীর সবটুকু অকুন্ঠ নিবেদন জাগে।
আমি এক অব্যক্ত বেদনার কথা বলার অপেক্ষায় আছি,
যেই বেদনার কোনো সুষ্পষ্ট উৎস জানা নেই, কেউ জানে না তার ভেদ,
তবু বেদনার নীল কষ্টে আবদ্ধ জীবন, আষ্টেপৃষ্ঠে বেঁধেছে জীবনেরে
তবু কমেনি তার তেজ, পড়েনি এতটুকু ছেদ।
আমি এক চিরবিচ্ছেদের অপেক্ষায় আছি,
যেদিন থামবে কোলাহল, স্পন্দনহীন হবে জীবন উচ্ছল,
সেদিনের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে, আমার শেষ কবিতাটি যাব লিখে।
জীবনের সব অপেক্ষার অবসান, রুদ্ধশ্বাস সময়ের টানে,
ফুৎকারে যাবে নিভে।
তবুও আমার স্মৃতিকে রেখো, বিস্মৃত মনের এক কোণে।